গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জেলা ক্রীড়া অফিসারের কর্যালয়
মওলানা ভাষানী হকি স্টেডিয়াম
ঢাকা -১০০০
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের অধীনস্থ ঢাকা জেলা ক্রীড়া অফিস, ঢাকা জেলার তৃণমূল পর্যায়ে শিশু-কিশোর ও তরুণদের ক্রীড়ায় উদ্বুদ্ধ করে শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া প্রতিষ্ঠানের ছেলেমেয়েদের মধ্যে ক্রীড়া সচেতনতা সৃষ্টি ও ক্রীড়া মানসিকতার উন্মেষ সাধনের লক্ষ্যে কাজ করছে।
ক্রীড়া পরিদপ্তর প্রণীত বার্ষিক ক্রীড়া সূচি অনুযায়ী ঢাকা জেলায় ক্রীড়ার বিভিন্ন বিষয়ে মাসব্যাপী প্রশিক্ষণ ও প্রতিযোগিতার আয়োজনসহ ক্রীড়া প্রতিভা নিরূপন,ক্রীড়া ক্ষেত্রে তরুণ নেতৃত্ব সৃষ্টির প্রশিক্ষণ এবং আমাদের দেশের হারিয়ে যাওয়া গ্রামীণ খেলা অনুষ্ঠানের মাধ্যমে ক্রীড়া উৎসবের আয়োজন করছে। এর ফলে তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা বিকাশের সূযোগ সৃষ্টি,দারিদ্র বিমোচন,নারীর ক্ষমতায়ন,ক্রীড়া ক্ষেত্রে সামাজিক নিরাপত্তা সম্প্রসারণ,মাদকের অপব্যবহার বোধে ভূমিকা,স্বাস্থ্য সচেতনতা,পরিবেশ সচেতনতা এবং ক্রীড়াবিদদের সামাজিক মর্যাদা বৃদ্ধির ক্ষেত্রে ভূমিকা রাখছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS